Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

Sandeshkhali Incident : ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতার পোলট্রি ফার্মে আগুন ক্ষিপ্ত জনতার

Maitreyi Mukherjee | 14:53 PM, Fri Feb 09, 2024

বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। তৃতীয় দিনে পড়ল এই আন্দোলন। তৃণমূল নেতা (TMC Leader) শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানার পর থেকেই একের পর এক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সন্দেশখালি। গত এক সপ্তাহ ধরেই শাহজাহানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামের মহিলারা। আজ সকালেও রাস্তায় নামেন তাঁরা। শাহজাহান শেখ (Sheikh Shahjahan), শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারির দাবি তুলে বিক্ষোভ দেখান।

সকাল থেকেই থমথমে বসিরহাটের সন্দেশখালি। উত্তেজনা থাকায় এাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা চত্বরে জারি রয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল সন্দেশখালি। তবে রাতের দিকে বিক্ষোভ কিছুটা হলেও কম ছিল। সকালের দিকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আন্দোলনে যোগ দেন একাধিক জনজাতি মহিলা। ঝাঁটা, লাঠি হাতে নিয়ে সন্দেশখালি থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা। শাহজাহান, শিবু ও উত্তমকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়ায় জেলিয়াখালিতে। তৃণমূল নেতার পোলট্রি ফার্ম জ্বালিয়ে দিয়ে বিক্ষুব্ধ জনতার অভিযোগ, ওই ফার্ম তাঁদের জমি দখল করে তৈরি করা হয়েছিল। মহিলারা জানান, তাঁদের স্বামীদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়। কাজ করার পর মেলে না প্রাপ্য পারিশ্রমিক। টাকা চাইতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ শিবুদের বিরুদ্ধে।

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের মধ্যে অত্যাচার চালান ওই তিন তৃণমূল নেতা। তাঁদের অত্যাচারে জেরবার সাধারণ মানুষ জোর খাটিয়ে গ্রামবাসীদের দিয়ে নানা কাজ করিয়ে নেন ইচ্ছার বিরুদ্ধে। জমির জবরদখল থেকে শুরু করে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্দেশখালিতে শাহজাহানদের গ্রেফতারির দাবিতে যাঁরা পথে নেমেছিলেন, তাঁরা নিজেদের তৃণমূল সমর্থক বলেই দাবি করেছিলেন। অভিযোগ, দলের নাম ভাঙিয়ে এলাকায় দাপিয়ে বেড়ান শাহজাহান, শিবু, উত্তম এবং তাঁদের সহযোগীরা। তৃণমূল নেতাদের ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি তাঁরা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই প্রতিবাদে সামিল হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে, সন্দেশখালিতে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ ১১৭ জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা। তাঁকে খুনের চেষ্টা, জনজাতিদের উস্কে আন্দোলন, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, শান্ত সন্দেশখালিকে অশান্ত করার পরিকল্পনা করা, বারবার মিছিল বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার বিরুদ্ধে অভিযোগ করেন শিবপ্রসাদ। অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে 'নিখোঁজ' শাহজাহান। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাতে তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। সে দিন শাহজাহানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকেরা মার খেয়েছিলেন। সেই দিন থেকে এখনও পর্যন্ত শাহজাহানের কোনও খোঁজ পাওয়া যায়নি। গ্রামবাসীদের দাবি, শাহজাহান এলাকাতেই আছেন। পুলিশ তাঁকে নিরাপত্তা দিয়ে চলেছে। তাঁদের অভিযোগ, শাহজাহান, শিবু ও উত্তমকে গ্রেফতার না করে পুলিশ তাঁদের সঙ্গে গোপন ডেরায় বসে মিটিং করছে।

upload
upload