Thursday, November 21, 2024

Logo
Loading...
upload upload upload

Sandeshkhali Incident : উত্তপ্ত সন্দেশখালি, শাহজাহানের গ্রেফতারির দাবিতে বাঁশ হাতে রাস্তায় মহিলারা


Bengal Hour Bureau | 16:29 PM, Thu Feb 08, 2024

একের পর এক ঘটনা ঘটেই চলেছে সন্দেশখালিতে। তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান, ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা এবং তাঁর সঙ্গী উত্তম সর্দারকে গ্রেফতার করার দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে লাঠি ও বাঁশ হাতে রাস্তায় নামেন স্থানীয় মহিলারা। জানা গিয়েছে, তাঁরাও তৃণমূল কর্মী। দলের নাম ভাঙিয়ে শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা বহুদিন ধরেই এলাকায় অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ গ্রামবাসীদের। এর প্রতিবাদেই আজ সকালে প্রতিবাদে নামেন তাঁরা। সন্দেশখালি থানা ঘেরাওয়ের চেষ্টা করলে তাঁদের আটকে দেয় পুলিশ। এরপর রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাতের অন্ধকারে উত্তম সর্দার এবং শিবু হাজরার লোকজন মিলে প্রথমে নিজেদের পোলট্রি ফার্মে ভাঙচুর চালায়। তারপর সেখানে আগুন ধরিয়ে দেয়। আর এই গোটা ঘটনার দায় ঠেলে গ্রামবাসীদের উপর। তারই প্রতিবাদে এলাকার মহিলারা বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখাতে শুরু করেন সন্দেশখালি থানায়।
তাঁদের আরও অভিযোগ, শাহজাহান এতদিন ধরে একের পর এক জমি দখল করেছে। তাঁর ভয়ে মুখ বুজে সব অত্যাচার সহ্য করে গিয়েছেন গ্রামবাসীরা। গ্রামের এক মহিলার অভিযোগ, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে তাঁদের উপর অত্যাচার চালাতেন শাহজাহান। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আজ রাস্তায় নেমেছে তাঁরা। পুলিশের কাছে গেলেও কোনও সমাধান মিলত না বলে অভিযোগ। স্থানীয় এক মহিলা বলেন, "থানায় অভিযোগ জানাতে গেলে সেখান থেকে শাহজাহানের কাছে পাঠিয়ে দিত। আবার শাহজাহানের কাছে গেলে বলে শিবু হাজরার কাছে যাও। গ্রামের মানুষ কোথায় যাবেন?"

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়েছিল ইডি। কিন্তু, অনেক ডাকাডাকির পরও বাড়ির দরজা খুলতে দেখা যায়নি কাউকে। প্রায় ঘণ্টা খানেক ডাকাডাকির পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করে। তখনই শাহজাহানের অনুগামীরা তাঁদের উপর চড়াও হয়। ইডি আধিকারিকদের উপর হামলা চালায়। মেরে এক ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। ইডি আধিকারিক সহ সাংবাদিকদের মারধর করে গ্রাম ছাড়া করে দুষ্কৃতীরা। সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত শাহজাহানের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁকে বার বার হাজিরা দিতে বলা হলেও তা এড়িয়ে যাচ্ছেন তিনি। শাহজাহান কোথায় রয়েছেন তা এক বিক্ষোভকারীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "শাহজাহান বাঘ হয়ে বিড়ালের মতো লুকিয়ে আছে!"

upload
upload