PM Narendra Modi: "তুলনা করা বন্ধ করুন", পরীক্ষা পে চর্চায় অভিভাবকদেরও পরামর্শ মোদীর
IAF Pilots killed in Air Crash: হায়দরাবাদে ভেঙে পড়ল আইএএফ প্রশিক্ষণ বিমান, মৃত ২ পাইলট- নেপথ্যে কী?
Mizoram Assembly Election 2023: বড় ব্যবধানে এগিয়ে জেডপিএম, ৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি
Michaung Updates: রবিবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গে কতটা তাণ্ডব ঘটাবে মিগজাউম?
PM MODI: আজ সন্ধ্যায় দলের সদর দফতরে যেতে পারেন মোদী
মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ে জয়ের পথে বিজেপি। এই আবহে রবিবার সন্ধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে অবশ্য সকাল থেকেই উৎসবের আবহ। সন্ধ্যায় প্রধানমন্ত্রী পৌঁছলে সেই উচ্ছ্বাস যে বাঁধ ভাঙবে, তা নিশ্চিত। কর্মী-সমর্থকদের উদ্দেশে জয়ের পর বার্তাও দেওয়ার কথা মোদীর।
হালুয়া তৈরি শুরু হয়েছিল ভোরের আলো ফোটার সঙ্গেই। বেলা গড়াতে ৬ নম্বর দীনদয়াল উপাধ্যায় মার্গের পার্টি অফিসে ঢাক, ঢোল নিয়ে হাজির হতে থাকেন সমর্থকেরা। চলতে থাকে আবির খেলা, মিষ্টিমুখের পালা। আসতে থাকেন নেতারাও। ভোটের ফলাফলের প্রবণতা যত স্পষ্ট হয়, বিজেপির ঝাঁ-চকচকে সদর দফতর চলে যায় কর্মী-সমর্থকদের জিম্মায়। মোদী নামের জয়ধ্বনি উঠতে থাকে মুহুর্মুহু। মোদীর প্ল্যাকার্ডের সামনে ধূপধুনো জ্বেলে রীতিমতো পুজো করতেও দেখা যায় বিজেপির কতিপয় কর্মী, সমর্থককে।
জয় স্পষ্ট হতেই মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলে দেন, ‘‘মোদীজি তো মধ্যপ্রদেশের মনের মধ্যে রয়েছেন। আর মোদীজির মনে রয়েছে মধ্যপ্রদেশ। এই প্রবণতা বলছে, ডাবল ইঞ্জিন সরকার মানুষের প্রত্যাশা পূরণে পরিপূর্ণ ভাবে সফল হয়েছে। এ ছাড়াও, মোদীজির অধিনায়কত্বে যে সমস্ত প্রকল্পগুলির সফল রূপায়ণ হয়েছে, তাতেও প্রবল ভাবে উপকৃত হয়েছেন মধ্যপ্রদেশের মানুষ।’’
Trending Tag