PM Narendra Modi: "তুলনা করা বন্ধ করুন", পরীক্ষা পে চর্চায় অভিভাবকদেরও পরামর্শ মোদীর
IAF Pilots killed in Air Crash: হায়দরাবাদে ভেঙে পড়ল আইএএফ প্রশিক্ষণ বিমান, মৃত ২ পাইলট- নেপথ্যে কী?
Mizoram Assembly Election 2023: বড় ব্যবধানে এগিয়ে জেডপিএম, ৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি
Michaung Updates: রবিবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গে কতটা তাণ্ডব ঘটাবে মিগজাউম?
Chhath Puja : ছট উৎসবের প্রথম দিন, জানুন এই পুজোর শুভ সময়
উৎসবের মাসে এখনও বাকি বেশ কয়েকটি পুজো। তার মধ্যে অন্যতম ছট পুজো। বিহার, উত্তরপ্রদেশ সহ দেশ ও বিদেশের যে প্রান্তে হিন্দিভাষীরা থাকেন সেখানে ধুমধাম করে পালিত হয় এই পর্ব। মূলত নদী বা জলাশয়ের ধারে সূর্যকে দেবতা ও ষষ্ঠী মাকে ছট মাতা রূপে পুজো করায় হয়।
ছট উৎসব চার দিন ধরে চলে এবং ভক্তরা ৩৬ ঘণ্টা উপোস রাখেন। মূলত মহিলারা এই উপবাস রাখেন। বাড়ির পুরুষ সদস্যদের জন্য উপবাস অনিবার্য নয়। ছট উপবাসকে একটি কঠিন উপবাস হিসেবে বিবেচনা করা হয়। এই বছর ছট উৎসব শুরু হচ্ছে ১৭ নভেম্বর থেকে। এদিন ব্রতীর নাহায়-খায়ের মধ্য দিয়ে শুরু হবে ছট উৎসব। ২০ নভেম্বর ঊষা অর্ঘ্য ও পারণের মধ্য দিয়ে শেষ হবে ছট উৎসব। বিবাহিত দম্পতির দীর্ঘায়ু, তাঁদের সন্তানদের সুখী জীবন ও গৃহে সুখ-সমৃদ্ধি কামনায় ছট পুজো পালন করা হয়।
শুক্রবার প্রথম দিন নাহায়-খায়, শনিবার দ্বিতীয় দিন খরনা, রবিবার তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য, সোমবার চতুর্থ দিন ঊষা অর্ঘ্য। প্রথম দিনে করলা, ছোলার ডাল ও ভাত নিবেদন করা গুরুত্বপূর্ণ। উপবাস যারা রেখেছেন, তাঁরা নাহায়-খায়ের দিনে খাবারে তা গ্রহণ করেন। উপবাস যারা রাখেন তাঁদের জন্য এই খাবার প্রস্তুত করা হয়। ছঠ মাতার পুজোর সময় উপবাসকারী বিবাহিত মহিলারা হলুদ রঙের বিশেষ সিঁদুর লাগিয়ে থাকেন। হলুদ সিঁদুরকে ভাকরা সিঁদুরও বলা হয়। সিঁদুর তাঁদের কাছে সৌভাগ্যের প্রতীক। পুজো শেষে বিবাহিতারা প্রতিটি উপবাসের সময় সিঁদুর ব্যবহার করে থাকেন। এছাড়া নয়া গম শস্য, চাল ও নানাবিধ ফলের প্রয়োজন হয় এই পুজোয়। যার মধ্যে কলা ও গোটা আখ অনিবার্য। এগুলি ঠেকুয়া, পিরাকিয়া বানানোর সময় দরকার পড়ে। ছট আরাধনার সময় সূর্যকে অর্ঘ্য অর্পণ করা বাধ্যতামূলক। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় আখ ও কলার ফানা দেওয়াও গুরুত্বপূর্ণ। এগুলি নিবেদন ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে। খরনার পরের দিন অস্তগামী, সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় ও পরদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়।
Trending Tag