Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

Winter Session of Parliament: শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক সম্পন্ন, প্রহ্লাদ জানালেন সরকার আলোচনায় প্রস্তুত

Maitreyi Mukherjee | 14:00 PM, Sat Dec 02, 2023

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর, সোমবার। তার আগে শনিবার সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে। সংসদের উভয়কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে ও বিঘ্নহীন করার উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, গৌরব গগৈ প্রমুখ বিরোধী নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, বিরোধী পক্ষের আনা যে কোনও বিষয় নিয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত সরকার। তিনি বলেন, ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আমরা আজ সর্বদলীয় বৈঠক ডেকেছি...২৩টি দল এবং ৩০ জন নেতা বৈঠকে অংশ নিয়েছিলেন...জিরো আওয়ার নিয়মিতভাবে চলছে ...আমরা অনুরোধ করেছি, গঠনমূলক বিতর্কের জন্য পরিবেশ বজায় রাখা উচিত। নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে আলোচনা হওয়া উচিত...সরকার সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত...সরকার গঠনমূলক আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।" উল্লেখ্য, এবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে, চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট কাজের দিন ১৫টি।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add
google-add

LAW

google-add
google-add

EDUCATION

google-add
google-add