PM Narendra Modi: "তুলনা করা বন্ধ করুন", পরীক্ষা পে চর্চায় অভিভাবকদেরও পরামর্শ মোদীর
IAF Pilots killed in Air Crash: হায়দরাবাদে ভেঙে পড়ল আইএএফ প্রশিক্ষণ বিমান, মৃত ২ পাইলট- নেপথ্যে কী?
Mizoram Assembly Election 2023: বড় ব্যবধানে এগিয়ে জেডপিএম, ৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি
Michaung Updates: রবিবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গে কতটা তাণ্ডব ঘটাবে মিগজাউম?
Winter Session of Parliament: শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক সম্পন্ন, প্রহ্লাদ জানালেন সরকার আলোচনায় প্রস্তুত
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর, সোমবার। তার আগে শনিবার সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে। সংসদের উভয়কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে ও বিঘ্নহীন করার উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, গৌরব গগৈ প্রমুখ বিরোধী নেতারাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, বিরোধী পক্ষের আনা যে কোনও বিষয় নিয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত সরকার। তিনি বলেন, ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আমরা আজ সর্বদলীয় বৈঠক ডেকেছি...২৩টি দল এবং ৩০ জন নেতা বৈঠকে অংশ নিয়েছিলেন...জিরো আওয়ার নিয়মিতভাবে চলছে ...আমরা অনুরোধ করেছি, গঠনমূলক বিতর্কের জন্য পরিবেশ বজায় রাখা উচিত। নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে আলোচনা হওয়া উচিত...সরকার সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত...সরকার গঠনমূলক আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।" উল্লেখ্য, এবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে, চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট কাজের দিন ১৫টি।
Trending Tag