PM Narendra Modi: "তুলনা করা বন্ধ করুন", পরীক্ষা পে চর্চায় অভিভাবকদেরও পরামর্শ মোদীর
IAF Pilots killed in Air Crash: হায়দরাবাদে ভেঙে পড়ল আইএএফ প্রশিক্ষণ বিমান, মৃত ২ পাইলট- নেপথ্যে কী?
Mizoram Assembly Election 2023: বড় ব্যবধানে এগিয়ে জেডপিএম, ৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি
Michaung Updates: রবিবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গে কতটা তাণ্ডব ঘটাবে মিগজাউম?
Amit Shah in Kolkata: আসছেন অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে- মঞ্চের পাশে থাকছে বঞ্চনার ড্রপ বক্স
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বঙ্গ বিজেপি। সব ব্যবস্থাই সারা। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছছেন বিজেপির বহ কর্মী-সমর্থক। বুধবার সকাল থেকেও দলে দলে কর্মীরা পৌঁছবেন সভাস্থলে। ৬০ ফুট দীর্ঘ মঞ্চ তৈরি করা হয়েছে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। সেখানেই উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঞ্চে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির প্রথম সারির সব নেতারা।
লালবাজার সূত্রে খবর, এদিন সভাস্থলের আশপাশে মোতায়েন করা হচ্ছে অন্তত ১০০০ পুলিশ। থাকবে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে রাস্তা দিয়ে সভাস্থলের দিকে যাবেন, সেখানেও মোতায়েন করা হবে বাড়তি বাহিনী।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, একদিকে, হিন্দ সিনেমার সামনে থেকে এস এস ব্যানার্জি রোড ধরে একটি মিছিল যাবে ধর্মতলার দিকে। অন্যদিকে, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকেও মিছিল যাবে ধর্মতলার দিকে।
রাতভর বিশেষ ট্রেন ও বাসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী ও সমর্থকেরা। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে সব মিলিয়ে ১৫ হাজারেরও বেশি মানুষ এই সমাবেশে যোগ দিচ্ছেন। বিভিন্ন প্রকল্প থেকে যে সব মানুষ বঞ্চিত হয়েছে তারাও শাহের সভায় যোগ দিতে কলকাতা রওনা হয়েছেন বলে দাবি বিজেপির।
আশাতীত বিজেপি সমর্থক সহ দলীয় নেতারা জনসভায় যোগ দিতে গেলেন ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম জেলায় রাত থেকে ঝাড়গ্রাম স্টেশন ও জেলা বিজেপির কার্যালয় বিজেপির নেতা কর্মীরা আসতে শুরু করেছে। ভোর পাঁচটার লোকাল ট্রেনে প্রায় 500 লোক চলে যায় বিজেপি নেতা কর্মীরা। জেলা বিজেপির সহ সভাপতি দেবাশীষ কুন্ডু জানান। আমরা ১২০০ থেকে ২০০০ লোক যেতে পারবে বলে মনে করেছিলাম যে ভাবে তৃণমূল অন্যান্য সভার আগে সন্ত্রাস চালিয়েছে। কিন্তু এবার সেই সন্ত্রাস দেখা না যাওয়ায় প্রচুর বিজেপি সমর্থক স্বতঃস্ফূর্তভাবে ভাবে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমাদের আশা এবার ঝাড়্গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ হাজারের বেশি কর্মী যাবেন।
বছর ঘুরলেই ২৪-এর মহাযুদ্ধ। তার আগেই মানুষের কাছে পৌঁছতে, জনসংযোগ বাড়াতে বদ্ধপরিকর বিজেপি। ধর্মতলায় শাহী সভার মঞ্চের পাশে বঞ্চনা ভান্ডার ওরফে ড্রপ বক্স রাখা হয়েছে। কোন কোন প্রকল্প থেকে বঞ্চিতহচ্ছে, তা ওই ড্রপ বক্সে জানাতে পারবেন সাধারণ মানুষ। পদ্ম শিবির সূত্রে খবর, আগামিদিনে এই ড্রপ বক্স জেলায় জেলায় পৌঁছে যাবে।
Trending Tag