Saturday, November 23, 2024

Logo
Loading...
google-add

Vasundhara Raje: রাজস্থানে আশার আলো দেখছেন বসুন্ধরা! তাই কি ফলঘোষণার আগেই রাজভবনে পা? 

Maitreyi Mukherjee | 12:58 PM, Sat Dec 02, 2023

রাজস্থানে ক্ষমতায় ফিরছে বিজেপি, একাধিক বুথ ফেরত সমীক্ষায় এমন আভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সরকার গড়া নিয়ে কংগ্রেস এবং বিজেপি দু'পক্ষই তৎপর। সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হলেও বলা হয়েছে, ইভিএমে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। অর্থাৎ ত্রিশঙ্কু বিধানসভা হওয়াও অসম্ভব নয়।

লক্ষণীয়, দুই দল যখন সরকার গড়া নিয়ে তৎপর, তখন বিজেপি নেত্রী তথা রাজ্যের দু'বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া শুক্রবার ব্যস্ত ছিলেন জয়পুরে আরএসএস দফতর এবং রাজভবনে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই তৎপরতা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে বিজেপি এবং কংগ্রেসের অন্দরে। বসুন্ধরা দীর্ঘদিন ধরে দলে দাবি করে আসছিলেন তাঁকেই মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে দাঁড়াক দল। কিন্তু মোদীরা তা মানেননি।

মনে করা হচ্ছে, দল ক্ষমতায় আসছে আভাস পেয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফের রাজ্য প্রশাসনের মাথায় বসতে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। আরএসএসের শীর্ষ নেতৃত্বের এখন আর খুব একটা আস্থাভাজন নন বসুন্ধরা। সেই কারণেই তিনি জয়পুরে আরএসএস সদর দফতরেই ভোটের পর প্রথম গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add
google-add

LAW

google-add
google-add

EDUCATION

google-add
google-add