Monday, April 07, 2025

Logo
upload upload upload

Nirmala Sitharaman Budget : ছয়ে ছক্কা ! বাজেট বক্তৃতায় নিজের রেকর্ড ভাঙলেন নির্মলা

Maitreyi Mukherjee | 21:56 PM, Fri Feb 02, 2024

বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট পেশ করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সময় নিয়েছেন মাত্র ৫৬ মিনিট ১০ সেকেন্ড। যা নির্মলার পেশ করা ছটি বাজেটের মধ্যে সবচেয়ে কম সময়ের। এর আগে তাঁর বাজেট ভাষণের সবচেয়ে কম সময় ছিল ২০২৩ সালে। ওই বছর মাত্র ৮৭ মিনিটে নিজের বাজেট ভাষণ শেষ করেছিলেন তিনি। ২০১৯ সালে নির্মলার বাজেট ভাষণের সময়সীমা ছিল ১৩৭ মিনিটের। ২০২০ সালে ১৬০ মিনিটে ভাষণ শেষ করেন। ২০২১ সালে এই সময়সীমা কমে দাঁড়ায় ১১০ মিনিটে। ২০২২ সালে একশো মিনিটেরও কম সময় অর্থাৎ ৯৩ মিনিটে নিজের বাজেট ভাষণ শেষ করেন নির্মলা। আর অন্তর্বর্তী বাজেট ২০২৪ এ তো নিজেরই রেকর্ড ভাঙলেন তিনি।

upload
upload