West Bengal Budget 2024 : বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা! ভোটমুখী বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
আজ বিধানসভায় দুপুর ৩টে নাগাদ রাজ্য বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অতিরিক্ত ঋণের বোঝা মাথায় নিয়েই আগামী অর্থবর্ষের বাজেট পেশ করে সরকার। এই দিন বাজেটে কী চমক থাকে তার দিকেই তাকিয়ে ছিলেন রাজ্যবাসী। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার। যার মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের রাজ্য সরকারের তরফে প্রতিমাসে ৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। আর জনজাতি সম্প্রদায়ের মহিলারা পান ১০০০ টাকা। ২০২৪ এর লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে জানানো হয়েছে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে। উপভোক্তারা মে মাস থেকে এর সুবিধা পাবেন। মে মাস থেকে ৫০০ টাকার পরিবর্তে মিলবে ১০০০ আর ১০০০ টাকার পরিবর্তে মিলবে ১২০০ টাকা। বাজেটে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি।
শুধু তাই নয়, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের জন্য 'সমুদ্র সাথী' নামে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। একশো দিনের কাজের ক্ষেত্রে শ্রমিকদের বকেয়া মজুরি রাজ্যই দেবে বলে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি রাখতে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করার কথা ঘোষণা করেন চন্দ্রিমা। এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ।
এছাড়া বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ানোর ঘোষণাও করেছেন মন্ত্রী। তাঁদের ভাতা বেড়ে দাঁড়িয়েছে ১০০০ টাকা। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এছাড়া এখন থেকে রাজ্য পুলিশের চাকরিতে ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। চন্দ্রিমার দাবি, বামফ্রন্টের আমলে ৫৭.৬০ শতাংশ রাজ্যবাসী দারিদ্রসীমার নীচে ছিলেন। কিন্তু, তৃণমূলের আমলে ২ কোটির বেশি মানুষের জীবিকা সংস্থান হয়েছে। এবার থেকে মাধ্যমিক পাশ করার পর ছাত্র-ছাত্রীরা স্কুলে ভর্তি হলেই স্মার্টফোন পাবে বলে বাজেটে ঘোষণা মন্ত্রীর। পাশাপাশি বাজেটে চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র সহ গঙ্গা এবং দামোদর নদীর উপর সেতু তৈরি করার কথাও ঘোষণা করা হয়েছে।
Budget 2024 Expectations | কোন কোন পণ্যের দাম বাড়তে ও কমতে পারে আসন্ন অন্তর্বর্তী বাজেটে?
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Parliament : বাজেট অধিবেশনের আগে ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Budget 2024 : অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, জোর মহিলাদের ক্ষমতায়নে
বাজেটে রেলের ঝুলিতে বড় উপহার,সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা নির্মলার
Interim Budget 2024: অন্তর্বর্তী আর পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে পার্থক্য কী?
Interim Budget 2024 : 'মিশন ৪০০', নির্মলার বাজেটে পূর্বাঞ্চলকে এগিয়ে রাখল পদ্মশিবির
Nirmala Sitharaman Budget : ছয়ে ছক্কা ! বাজেট বক্তৃতায় নিজের রেকর্ড ভাঙলেন নির্মলা
West Bengal Budget 2024 : বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা! ভোটমুখী বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Modi Lunch : সাংসদদের কী শাস্তি দিলেন মোদী?