Interim Budget 2024 : 'মিশন ৪০০', নির্মলার বাজেটে পূর্বাঞ্চলকে এগিয়ে রাখল পদ্মশিবির
অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে সকলেরই নজর ছিল নির্মলার পূর্বাঞ্চল নিয়ে ঘোষণার দিকে। অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরই পরিষ্কার হয়ে যায় আগামী লোকসভা ভোটে পূর্বাঞ্চলকে পাখির চোখ করছে বর্তমান শাসকদল। প্রসঙ্গত গত লোকসভা ভোটে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ব্যতিক্রম ছিল বাংলা এবং ওড়িশা। বাজেট ঘোষণায় নির্মলার পূর্বাঞ্চল নীতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বাংলা-ওড়িশাকে আগামী ভোটে পাখির চোখ করতে চাইছে বর্তমান সরকার।
অর্থমন্ত্রী বলেন, “আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই। বিশেষ নজর দেওয়া হবে পূর্বাঞ্চলের দিকে”। প্রসঙ্গত দেশের মধ্যে আর্থিক উন্নয়নের নিরিখে বিজেপি শাসিত মধ্য ও উত্তর ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে বাংলা সহ পূর্ব ভারতের রাজ্যগুলি সামান্যই এগিয়ে। আর তাই পূর্বাঞ্চলকে এই আর্থিক বৃদ্ধির আওতায় আনার ঘোষণা নিয়ে ভোটের অঙ্ক দেখছে বিশেষজ্ঞ মহল। তাদের মতে বিজেপির সাংগঠনিক আওতায় থাকা পূর্বাঞ্চলের মধ্যে বাংলা-বিহার ছাড়াও রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর। এছাড়াও রয়েছে সিকিম, অসম, ত্রিপুরার মত রাজ্যও। ফলে আগামী ভোটে ‘মিশন ৪০০’ সফল করতে এই রাজ্যগুলিকেই পাখির চোখ করছেন মোদী- শাহ। এদিনের বাজেটে রেল পরিষেবা এবং মেট্রো রেলে নিয়ে পূর্বাঞ্চলের ক্ষেত্রে একাধিক প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই ঘোষণা অনেকটাই জনমুখী বলে মনে করা হচ্ছে।
Trending Tag
Budget 2024 Expectations | কোন কোন পণ্যের দাম বাড়তে ও কমতে পারে আসন্ন অন্তর্বর্তী বাজেটে?
Budget 2024: আজ শুরু বাজেট অধিবেশন
Parliament : বাজেট অধিবেশনের আগে ১১ সাংসদের সাসপেনশন প্রত্যাহার
PM on Budget: বাজেট অধিবেশনের শুরুতেই নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী
Budget 2024 : অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, জোর মহিলাদের ক্ষমতায়নে
বাজেটে রেলের ঝুলিতে বড় উপহার,সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা নির্মলার
Interim Budget 2024: অন্তর্বর্তী আর পূর্ণাঙ্গ বাজেটের মধ্যে পার্থক্য কী?
Interim Budget 2024 : 'মিশন ৪০০', নির্মলার বাজেটে পূর্বাঞ্চলকে এগিয়ে রাখল পদ্মশিবির
Nirmala Sitharaman Budget : ছয়ে ছক্কা ! বাজেট বক্তৃতায় নিজের রেকর্ড ভাঙলেন নির্মলা
West Bengal Budget 2024 : বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা! ভোটমুখী বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Modi Lunch : সাংসদদের কী শাস্তি দিলেন মোদী?