Pregnant In Bengal Jails : রাজ্যের বহু জেলেই অন্তঃসত্ত্বা বন্দিরা! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
রাজ্যের বিভিন্ন জেলেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দিরা। রাজ্যের একাধিক জেল পরিদর্শনের পর এক আইনজীবী কলকাতা হাইকোর্টে এই বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছেন। এমনকী বিভিন্ন জেলে এভাবে ১৯৬ জন সন্তানের জন্ম হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে আদালতে। মায়ের সঙ্গে জেলেই রয়েছে সন্তানরাও।
সংশোধনাগারে মহিলাদের এই পরিস্থিতি নিয়ে হাইকোটে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তাতে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আদালত তরফে নিযুক্ত আইনজীবী তাপস ভঞ্জ এই রিপোর্ট পেশ করেন। রিপোর্টে ভঞ্জ সংশোধনাগারের পুরুষ কর্মচারীদের মহিলা সেলে প্রবেশের উপর নিষেদ্ধাজ্ঞা জারি করার অনুরোধ করেছেন। এনিয়ে আদালতের পর্যবেক্ষণ, "মহিলা বন্দিরা হেফাজতে থাকাকালীন গর্ভবতী হচ্ছেন। বিষয়টি বেশ গুরুতর।" এরপরই আদালত মামলাটি ফৌজদারি বিষয়ের মামলা বলে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে স্থানান্তর করে। এই মামলার পরবর্তী শুনানি সোমবার।
হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ২০১৮ সালে রাজ্যের সংশোধনাগারগুলিতে অতিরিক্ত জনসংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিল। সম্প্রপ্তি কারাগার পরিদর্শনে যান আই জি কারাবিভাগ। সঙ্গে ছিলেন আদালতবান্ধবরা। সেখানেই তাঁরা দেখেন জেলে কয়েকজন বন্দি গর্ভবতী এবং ১৫জন শিশু জেলে মায়ের সঙ্গে রয়েছে। সেখানেই দিন কাটাচ্ছে তারা। সেই রিপোর্টই বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।
এই বিষয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কারা এই অভিযোগ করেছেন জানি না। নির্দিষ্ট কোনও সংশোধনাগারের কথা উল্লেখ করেননি। উল্লেখ করলে দেখব। রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার আছে, যেখানে পরিবারের সঙ্গে থাকতে পারেন বন্দিরা। সেখানে ঘটেছে কি না, সেটাও দেখতে হবে। দফতরে এই ধরনের অভিযোগ কখনও আসেনি। আলিপুর বাদে সব জায়গায় মহিলা পুরুষ আলাদা সেল আছে।”
এদিকে, এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। ইস্যুটি বিধানসভাতেও তোলা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি ওই অভিযোগকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, ধর্ষণের ঘটনা ঘটেছে জেলে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও সরব হয়েছে অগ্নিমিত্রা। বামেদের দাবি, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে খুবই ভয়াবহ। কারণ জেলেও যদি মহিলাদের নিরাপত্তা না থাকে তাহলে আর কোথায় থাকবে? কোথাও তাঁদের কোনও নিরাপত্তা নেই। এখন জেলেও নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা।
Trending Tag
Pregnant In Bengal Jails : রাজ্যের বহু জেলেই অন্তঃসত্ত্বা বন্দিরা! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন