Tuesday, December 03, 2024

Logo
Loading...
upload upload upload

SSC Scam : ২১ ঘন্টা তল্লাশি শেষে ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে প্রসন্নর বাড়ি ছাড়লেন ED

Mayuri Datta | 11:18 AM, Fri Jan 19, 2024

বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় নিয়োগ সংক্রান্ত মামলায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ২০২২ সালে নিয়োগ মামলায় ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায় জামিনে ছাড়া পেয়েছিলেন । গতকাল তাঁরই বিভিন্ন ফ্ল্যাট বাগানবাড়ি ও অফিসে হানা দেয় ইডি। প্রসন্ন রায়ের বিভিন্ন আস্তানা থেকে ট্রাঙ্ক ভর্তি নথি বাজেয়াপ্ত করে আধিকারিকরা। প্রায় ২১ ঘন্টা ধরে তল্লাশি অভিযান। সূত্রের খবর প্রসন্ন রায়ের অফিসগুলি ছিল টাকা লেনদেনের অন্যতম বড় আস্তানা। তদন্তের শেষে দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কের পাস বইও রয়েছে।

upload
upload