Thursday, December 12, 2024

Logo
Loading...
google-add

Filmfare Award : ফিল্মফেয়ার অনুষ্ঠানে হিট কাপুর দম্পতি, সেরা ছবি কার ঝুলিতে?

Mayuri Datta | 13:06 PM, Mon Jan 29, 2024

এবছরের ফিল্মফেয়ার অনুষ্ঠান হয়ে গেল। গুজরাতে বসেছিল চাঁদের হাট। ২০২৩ এর সিনেমার নিরিখে সেরার বাছাই হয়ে গেল এদিন। বলিউড প্রেমীদের জন্য দ্বিগুণ আনন্দ নিয়ে রবিবার হাজির হয়েছিল ৬৯ তম ফিল্মফেয়ার পুরস্কারের রাত। আর সকলের প্রত্যাশা মতই সমস্ত অনুরাগীদের ভালোবাসায় সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট । রণবীর কাপুর 'অ্যানিমাল' ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।অপরদিকে  আলিয়া ভাট  'রকি অর রানি কি প্রেম কাহানি'-তে তার দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন।

এছাড়াও যারা যারা পেলেন পুরস্কার রইল সেই তালিকা

ফিল্মফেয়ার পেলেন কারা?

1সেরা চলচ্চিত্র – টুয়েলভথ ফেল

2সেরা অভিনেতা (পুরুষ)- রণবীর কাপুর (অ্যানিমেল)

3সেরা অভিনেতা (মহিলা)- আলিয়া ভাট (রকি অর রানি কি প্রেম কাহানি)

4সেরা অভিনেতা ক্রিটিক (পুরুষ)- বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)

5সেরা অভিনেতা ক্রিটিক (মহিলা)- রাণী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) ,শেফালি শাহ (থ্রি অফ আস)

6সেরা পরিচালক – বিধু বিনোদ চোপড়া  (টুয়েলভথ ফেল)

google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Education

google-add
google-add

Environment

google-add
google-add