Friday, May 17, 2024

Logo
Loading...
google-add

Attack On Gaza : "গাজায় আর গণহত্যা নয়", কড়া নির্দেশ আন্তর্জাতিক আদালতের

Mayuri Datta | 14:03 PM, Sat Jan 27, 2024

গাজা ভূখণ্ডে হামলা চালানো যাবে না। বন্ধ করতে হবে গণহত্যা। প্যালেস্টাইনের সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, সে দিকে নজর রাখতে হবে। শুক্রবার ইজরায়েলকে এমনই নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত। গত বছরের অক্টোবর মাস থেকে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় গাজায়। আচমকা ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। পণবন্দীও করা হয়েছিল বেশ কয়েকজন ইজরায়েলের নাগরিককে। এরপরই গাজা ভূখণ্ড ঘিরে ফেলে ইজরায়েল। একে অপরের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে শুরু করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। কয়েক মাস কেটে গেলেও গাজা ভূখণ্ডের ছবিটা খুব একটা বদলায়নি। যুদ্ধে কার্যত বিপর্যস্ত গাজা। আদালতের নির্দেশ পণবন্দীদের মুক্ত করে দিতে হবে। এই নির্দেশকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন।

google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Politics

google-add
google-add