Thursday, December 12, 2024

Logo
Loading...
google-add

Nitish Kumar Meets PM Modi : "আর NDA ছাড়ব না", মোদীর সঙ্গে দেখা করে বললেন নীতীশ

Maitreyi Mukherjee | 11:53 AM, Thu Feb 08, 2024

কখনও তিনি এনডিএ-তে। কখনও আবার ইন্ডিয়াতে। আবার কখনও ইন্ডিয়ার উপর গোঁসা করে ফের পাল্টি এনডিএ-তে। এভাবে বেশ কয়েকবার পাল্টি খেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রাজনীতির অন্দরে এখন 'পাল্টিবাজ' নামেই পরিচিত তিনি। সম্প্রতি ইন্ডিয়ার (INDIA Alliance) হাত ছেড়ে তিনি আবারও এনডিএ-র হাত ধরেছেন। বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister) হিসেবে নতুন করে শপথও নিয়েছেন তিনি। তারপর বুধবার দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে। আর জোট পরিবর্তন করবে না বলেও মোদীর হাত ধরে কথা দিয়েছেন তিনি।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও, এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নিজেদের জমি শক্ত করতে মরিয়া তারা। চলছে নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করার পালা। যতদিন যাচ্ছে ততই শক্ত হচ্ছে এনডিএ জোটের হাত। অন্যদিকে চিড় ধরছে বিরোধী জোট ইন্ডিয়ায়। শুরু থেকেই তেমন একটা মজবুত ছিল না এই জোট। যদিও শরিকদের তরফে দাবি করা হয়েছিল 'জোট একেবারে মজবুত' বলেই। কিন্তু, শুরু থেকেই কখনও কংগ্রেসের সঙ্গে তৃণমূল, আবার কখনও কংগ্রেসের সঙ্গে আপ, কখনও সমাজবাদী পার্টির সঙ্গেও বিরোধী দেখা যায়। বার বার তা প্রকাশ্যে এসেছে। এরপর আসন বণ্টন নিয়েও শরিকদের মধ্যে শুরু হয় সংঘাত। ফলে জোটের জট যে কাটার নয় তা খানিক স্পষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে।

এদিকে লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ইন্ডিয়া জোটের অন্যতম কাণ্ডারি ছিলেন নীতীশ কুমার। কিন্তু, নির্বাচন এগিয়ে আসতেই ভোল বদলে আবারও এনডিএ-তে ফেরেন তিনি। গত মাসেই বিহারের সরকারে ফের পালাবদল হয়। বিজেপির সমর্থনে নবমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেন। আর মোদীর সঙ্গে দেখা করে তিনি বলেন, "আর কোথাও যাব না। এবার এখানেই (এনডিএ) থাকব।"

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বিহারের বিধানসভায় আস্থাভোট রয়েছে। বিজেপির সমর্থনে নতুন সরকার গঠন করার পর নীতীশ কুমারের সঙ্গে মাত্র ৮ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। বাকি মন্ত্রী পরিষদ গঠন এখনও বাকি। মূলত আরজেডি-র মন্ত্রীদেরই সরিয়ে তার জায়গায় বিজেপি ও জেডি(ইউ)-র বিধায়করা শপথ নিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোটের সদস্য বিজেপি ও জেডি(ইউ) ১৭টি করে আসনে লড়েছিলেন। তবে এবার আসন ভাগাভাগি কীভাবে হবে তা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Environment

google-add
google-add