Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

বাজেটে রেলের ঝুলিতে বড় উপহার,সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা নির্মলার

Maitreyi Mukherjee | 16:26 PM, Thu Feb 01, 2024


লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।ভারতীয় রেলের সব থেকে দ্রুত ট্রেন বন্দে ভারত নিয়েও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৪০ হাজার রেলবগিকে বন্দে ভারত স্ট্যান্ডার্ডের অর্থাত্‍ বন্দে ভারতের কোচের মতো পরিবর্তিত করা হবে।পাশাপাশি রেলওয়ের পরিকাঠামোর উন্নয়নে তিনটি গুরুত্বপূর্ণ ইকোনমিক করিডর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, দেশের অন্দরে শক্তি, খনিজ ও সিমেন্ট পরিবহনের জন্য বিশেষ অর্থনৈতিক করিডর তৈরি করা হবে।যাত্রী সুবিধার কথা মাথায় রেখে হাই ট্রাফিক ডেনসিটি করিডর তৈরির ঘোষণাও করেন অর্থমন্ত্রী সীতারামন। গুরুত্বপূর্ণ রেল রুটগুলিতে ভিড় কমাতে ও যাতায়াতের সময় কমাতে এই করিডর ব্যবহার করা হবে। এতে যাত্রী সুরক্ষাও নিশ্চিত হবে। এই করিডরগুলি তৈরি হলে দেশের জিডিপি বৃদ্ধি হবে এবং লজিস্টিক বা পণ্য পরিবহনের খরচও তুলনামূলকভাবে কমবে।

এর পাশাপাশি সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণাও করেন নির্মলা।এদিন বাজেট অধিবেশনে তিনি জানান সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণে জোর দিতে ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকাকরনে প্রাধান্য দেওয়া হবে।সূত্র মারফত জানা গেছে সার্ভিক্য়াল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্ক্রিনিং করানোয় ভারত অনেক পিছিয়ে। ভারতের মহিলাদের মাত্র ১ শতাংশই এই স্ক্রিনিং করিয়েছেন বলে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উঠে আসে। তারা জানায়, দেশের মোট জনসংখ্যার নিরিখে, ৭০ শতাংশ মহিলার সার্ভিক্যাল ক্যান্সার পরীক্ষা করানো উচিত।

সাধারনত জরায়ুর মুখের ক্যান্সারকে বলা হয় সার্ভাইক্যাল ক্যান্সার। এক্ষেত্রে জরায়ুর আস্তরণে কোষের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে ভারতে তৈরি প্রথম চতুর্যোজী টিকা হল, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (qHPV) সার্ভাভ্যাক ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-কে ওই টিকা বাজারে ছাড়ার অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। একদিন আগেই পুণে পৌরসভার তরফে স্কুলে গিয়ে মেয়েদের টিকাকরণের ঘোষণা করা হয়। তার পর সংসদে সার্বিক টিকাকরণের কথা বললেন নির্মলা। তবে কোন পদ্ধতিতে হবে টিকাকরণ, কোথায় গিয়ে টিকা নিতে হবে, এখনও পর্যন্ত বিশদ তথ্য খোলসা করা হয়নি কেন্দ্রের তরফে।

google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Politics

google-add
google-add