Friday, May 17, 2024

Logo
Loading...
google-add

Jagaddhatri Puja 2023 : জগদ্ধাত্রী রূপে পুজো মা তারাকে

Maitreyi Mukherjee | 12:59 PM, Wed Nov 22, 2023

দেবী মূর্তি পুজোর চল নেই তারাপীঠে। সব দেবী মূর্তির পুজো করা হয় মা তারাকে সামনে রেখে। ব্যতিক্রম হয় না জগদ্ধাত্রী পুজোতেও। এবারও তার অন্যথা হয়নি। মঙ্গলবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী। এদিনও মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। একদিনেই আয়োজিত হল সপ্তমী, অষ্টমী ও নবমীর উপচার।

সন্ধ্যায় মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা বন্দোবস্ত করা হয়েছিল, ছিল বলির পাঁঠার মাংস, সবজি, পোলাও, খিচুড়ি ইত্যাদি। মা তারার জগদ্ধাত্রী রূপে সাজ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন ভিড় জমান ভক্তরা।

কথিত আছে, শিবের পত্নী দুর্গা, কালী, তারা, পার্বতী, সতী, চণ্ডী সবই সমার্থক। স্থানভেদে বিশেষ নামে শিবজায়ার পুজো হয়। আর কালক্রমে চণ্ডীপুর গ্রাম বর্তমানে তারাপীঠ নামে পরিচিতি লাভ করেছে। দেবী তারাই এখানে আরাধ্যা দেবী হয়ে উঠেছেন। কিন্তু, তারাপীঠে মূর্তি পুজোর চল নেই। তাই বহু যুগ ধরে কালী, তারা, দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী ইত্যাদি সব দেবীর আরাধনা তারা মায়ের মূর্তির উপরই হয়।

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের বয়ানে জানা যায়, এদিন সন্ধ্যায় মায়ের জন্য বিশেষ শীতলভোগ ও অন্নভোগের ব্যবস্থা করা হয়। একইসঙ্গে মা তারাকে কুমারী রূপে পূজা করা হয়। চলবে যজ্ঞ ও হোম। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে।

এদিন ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয়। সারাদিন দেবী তারা রূপে পূজিতা হয়। এর পরেই সন্ধ্যায় দেবীকে ডাকের সাজে সাজিয়ে রাজরাজেশ্বরী বেশে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Law

Science And Tech

google-add

Education

google-add
google-add

Environment

google-add
google-add