Thursday, December 12, 2024

Logo
Loading...
google-add

Weather Update : আগামী সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়! কী বলছে হাওয়া অফিস?

Maitreyi Mukherjee | 11:32 AM, Fri Dec 08, 2023

আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে ফের বঙ্গে ফিরতে পারে শীতের আমেজ। মঙ্গলবারের মধ্য়ে ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে রাতের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কোথাও বৃষ্টি হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শুক্রবার বিকেল থেকেই উত্তর-পশ্চিমের বাতাস ঢুকবে। মেঘ কেটে গেলেই শীতের শুরু বাংলায়। অন্তত তেমনটাই মনে করছে আবহাওয়া অফিস।

শনিবার থেকেই তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নেমে যাবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আংশিক মেঘলা থাকবে আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।

অন্যদিকে কলকাতায় আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। সকালে হালকা কুয়াশা। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারদ নামার ইঙ্গিত। শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Politics

google-add
google-add