Sunday, November 24, 2024

Logo
Loading...
upload upload upload

Madhyamik Exam 2024 : অদম্য জেদ! সাপের কামড় খেয়ে হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা ছাত্রের  

Maitreyi Mukherjee | 18:03 PM, Mon Feb 05, 2024

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার ভাতার হাইস্কুলের অর্জুন মাঝি নামে এক ছাত্রকে রবিবার রাতে একটি সাপ কামড়ায়। সেই সময় বাড়িতেই ছিল সে। এরপর পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি ভর্তি করে ভাতার ব্লক হাসপাতালে। তবে পরীক্ষার আগে এতবড় দুর্ঘটনা ঘটে গেলেও তার মনোবল একটু ভাঙেনি। হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল সে।

চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ অর্জুন। তার পরীক্ষা কেন্দ্র ছিল বড়বেলুন হাইস্কুলে। ওই স্কুলেরই শিক্ষক দেবাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে হাসপাতালে পরীক্ষা দেয় ছাত্রটি। তিনি জানান, ছেলেটি এখন একটু ভালো আছে। তবে তাকে কবে ছাড়া হবে সেটা ডাক্তার জানাননি। ছাত্রের বাবা উৎপল মাঝি গর্বের সঙ্গে বলেন, “সাপে কামড়ানোর পর অনেকেই আধমরা হয়ে যায়। তবে আমার ছেলে নার্ভাস হয়নি, পরীক্ষা দেবে বলে ঠিক করেছিল সেটাই করছে”। তার সাহসের প্রশংসা করেছেন শিক্ষক থেকে স্থানীয়রা সবাই।

এদিন আরও একটি ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার জানাপুল হাইস্কুলে। পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর কিছু মুহূর্ত আগেই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তড়িঘড়ি পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। তারপর কিছুটা সুস্থ হলে হাসপাতালেই ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে,গোবরডাঙার বেড়গুম হাইস্কুলের এই ছাত্রীর সিট পড়েছিল জানাপুল হাইস্কুলে। তার নাম পায়েল চৌধুরী। বাড়ি কৃষ্ণনগরে। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত চিন্তা ও বদহজমের কারণে তার জ্ঞান হারিয়ে গিয়েছিল। যদিও এখন সে ভালো আছে।

এই বছর প্রায় ১০ লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এবার পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নের পাশে থাকছে একটি করে QR কোড ,যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করে তাহলে সে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। তার পরীক্ষাও বাতিল করবে বলে জানিয়েছে পর্ষদ। এই বছর পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করতে হবে। সরকারি ও বেসরকারি বাস সংগঠনগুলো পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ বাস পরিষেবা চালু করেছে। বেশ কিছু জায়গায় পুলিশ, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ফুল, পেন, বোর্ড ইত্যাদি দেওয়া হচ্ছে।

upload
upload