উত্তরবঙ্গে বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর হার
শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা।বুধবার পর্ষদ সুত্রে জানা গেছে গত কয়েক বছরের তুলনায় এবছরে ছাত্রর থেকে ছাত্রী সংখ্যা তুলনামুলক ভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছর উত্তরবঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেড়েছে। বুধবার পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে নিয়মিত ও কম্পার্টমেন্টাল সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ১ লক্ষ ৮৮ হাজার ১৫১ জন। তার মধ্যে ৭৯ হাজার ৮৫ জন ছাত্র ও ছাত্রী সংখ্যা ১ লক্ষ ৯০৬৬ জন। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী মোট ১ লক্ষ ৭১ বাজার ৪৩০ জন। তার মধ্যে ছাত্রী ৯৫ হাজার ৯৩১ জন, ছাত্র ৭৫ হাজার ৪৯৯ জন। অর্থাৎ ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। যদিও শেষ সময়ে অ্যাডমিট কার্ড না-পাওয়া কিছু ছাত্রছাত্রীর নাম সংযোজিত হচ্ছে।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছর দার্জিলিং পাহাড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৮৮৭ জন, ছাত্রী ২১৬০ জন। শিলিগুড়ি শিক্ষা জেলায় ছাত্র ৫৪১৯ জন, ছাত্রী ৭৬১৮ জন। কালিম্পঙে পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪৪০ জন, ছাত্রী ১৬৭৯ জন। জলপাইগুড়ি জেলায় ছাত্র ১০ হাজার ৬৫৪ জন, ছাত্রী ১৪ হাজার ৭৮৯ জন। উত্তর দিনাজপুরে ছাত্র ১১ হাজার ৭২৩ জন এবং ছাত্রী ২০ হাজার ৯৯৯ জন। দক্ষিণ দিনাজপুরে ৭১৬৯ জন ছাত্র এবং ছাত্রী ৮৯৫৭ জন। মালদহে ছাত্র ১৯ হাজার ৫৩৩ জন এবং ছাত্রী ২৫ হাজার ৬১৪ জন।আলিপুরদুয়ারে ছাত্র ৭১৮৯ জন, ছাত্রী ৯৩৬৭ জন এবং কোচবিহারে ১৪ হাজার ০৭১ জন ছাত্র এবং ছাত্রী ১৭ হাজার ৮৮৩ জন। অর্থাৎ সব জেলাতেই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীদের সংখ্যাই বেশি।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আটটি জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৬৭৩টি। প্রশ্নপত্র বিলি করা হবে ৭৮টি কেন্দ্র থেকে। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। বেলা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু। তার আগে সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। কেন্দ্রে ৮টা থেকেই শিক্ষক, কর্মীদের পৌঁছতে বলা হয়েছে। আগের মতোই পরীক্ষা কেন্দ্রগুলোর চার পাশে অন্তত ১০০ মিটারের মধ্যে কোনও প্রতিলিপি করার দোকান খোলা রাখা যাবে না। কোনও ‘স্পর্শকাতর’ কেন্দ্র রাখা হচ্ছে না। তবে সব কেন্দ্রেই ক্লোজ়ড সার্কিট ক্যামেরা থাকছে। পরীক্ষার তিন দিন আগে থেকে অর্থাৎ বুধবার থেকেই মাইক বাজিয়ে সভা সমাবেশ করা বন্ধ রাখতে বলা হয়েছে। পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল বা কোনও ‘ইলেকট্রনিক’ সরঞ্জাম থাকবে না।এ ছাড়াও, বনাঞ্চলের মধ্যে দিয়ে দুর্গম পথে বা প্রত্যন্ত এলাকায় পড়ুয়াদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষার পর ফিরিয়ে আনতে প্রশাসনের তরফে বাস বা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরিবহণ দফতর থেকেও বেশ কিছু রুটে বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে।
Trending Tag
BOARD EXAM TIME : এগিয়ে এল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, কখন থেকে পরীক্ষা শুরু জেনে নিন
Kolkata high court: মাধ্যমিকের সময়সীমা বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের
Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ জলের বোতল, নতুন নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের
উত্তরবঙ্গে বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর হার
Madhyamik Exam 2024 : এবার মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ পর্ষদের
Madhyamik Exam 2024 : উত্তরপাড়ায় ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধৃত ছাত্র!
WB HS Exam 2024 : টাকা দিলে তবেই মিলছে অ্যাডমিট কার্ড! অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের
Triveni Kumbh Mela 2023 : শর্তসাপেক্ষে সোমবার থেকে শুরু ত্রিবেণী কুম্ভমেলা
HS Exam 2024 : শুরু হল উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাজ্যজুড়ে
Higher secondary exam: স্কুলের শিক্ষকদের অবহেলায় এক ঘন্টা দেরিতে পৌঁছলো ৫০ জন ছাত্রছাত্রী