Madhyamik Exam 2024 : এবার মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ পর্ষদের
আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ছাত্রছাত্রী। এ বছর প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে নতুন ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের মধ্যে থাকবে ‘ম্যাজিক নম্বর’ বা ইউনিক আইডি (Magic Number)। এই নম্বর প্রশ্নপত্রের প্রতিটি পাতায় লুকনো থাকবে। কেউ প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি থেকেই বোঝা যাবে কে সেই ছবিটি তুলেছে। ছবি তোলার পর কেউ যদি ধরা পড়ে, তাহলে এই বছরের জন্য ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে। এ বছর ২ হাজার ৬৭৫টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে সকাল ৯ টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১টায়।
পরীক্ষা শুরু হওয়ার আগে শুক্রবার ভোর থেকেই রাজ্যজুড়ে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাস ও মেট্রো পরিষেবা চালু করা হয়। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। পরীক্ষার্থীদের সুবিধার্থে অন্যান্য দিনের চেয়ে পরিমাণে অনেক বেশি বাস নামে রাস্তায়। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। শহর ও শহরতলীতে অন্যান্য দিন নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে।
তবে শুক্রবার সকাল থেকে বাস চলেছে স্বল্প সময়ের ব্যবধানে। সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায় কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এ বার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল।পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে মেট্রোরেল ও ট্রেনও। অনেক শাখায় লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোও। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যে কোনও জিজ্ঞাস্য জানার পাশাপাশি, যেকোনও সমস্যার কথাও জানানো যাবে বিশেষ কন্ট্রোলরুম (Madhyamik Control Room) নম্বরে। হেল্পলাইন (Helpline) নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮।
এছাড়াও পর্ষদের তরফে https://wbbse.wb.gov.in- এই লিঙ্কটি প্রকাশ করা হয়েছে। এখানে ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও জেলার পরীক্ষার্থীরাই সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত সংমস্যার কথা জানাতে পারবেন। ইমেল (e mail) মারফত যোগাযোগের জন্যও একটি পৃথক ইমেল আইডিও পর্ষদের তরফে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও কোনও সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন।
Trending Tag
BOARD EXAM TIME : এগিয়ে এল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, কখন থেকে পরীক্ষা শুরু জেনে নিন
Kolkata high court: মাধ্যমিকের সময়সীমা বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের
Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ জলের বোতল, নতুন নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের
উত্তরবঙ্গে বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর হার
Madhyamik Exam 2024 : এবার মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ পর্ষদের
Madhyamik Exam 2024 : উত্তরপাড়ায় ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধৃত ছাত্র!
WB HS Exam 2024 : টাকা দিলে তবেই মিলছে অ্যাডমিট কার্ড! অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের
Triveni Kumbh Mela 2023 : শর্তসাপেক্ষে সোমবার থেকে শুরু ত্রিবেণী কুম্ভমেলা
HS Exam 2024 : শুরু হল উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাজ্যজুড়ে
Higher secondary exam: স্কুলের শিক্ষকদের অবহেলায় এক ঘন্টা দেরিতে পৌঁছলো ৫০ জন ছাত্রছাত্রী