Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add
অ্যাথলেটিক্স ন্যাশনাল ২০২৩-এ জোড়া পদক জিতলেন বাংলার সোনিয়া বৈশ্য

সোনিয়ার জোড়া সোনায় উৎসব রায়গঞ্জে

| 14:36 PM, Thu Aug 03, 2023

শ্রীলঙ্কায় আয়োজিত অ্যাথলেটিক্স ন্যাশনাল ২০২৩- জোড়া পদক জিতলেন বাংলার সোনিয়া বৈশ্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা সোনিয়া সোনা জিতেছেন ৪০০ মিটারে x৪০০ মিটার মহিলাদের রিলেতে সোনা জেতেন সোনিয়া। রিলেতে তাঁর সঙ্গে ছিলেন ঐশ্বর্য মিশ্র, সুভা ভি হিমানশি মালিক। গত ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোতে।

এই প্রতিযোগিতায় ভারত শ্রীলঙ্কা ছাড়াও ছিল বিভিন্ন দেশের প্রতিযোগীরা। সেখানেই সবার থেকে আলাদা হলেন সোনিয়া বৈশ্য। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের নেতাজী পল্লি এলাকার বাসিন্দা সোনিয়া। তাঁর বাবা বরেন বৈশ্য একজন ব্যবসায়ী। ছোটবেলা থেকেই সোনিয়ার স্বপ্ন ছিল যে বড় হয়ে একজন অ্যাথলেটিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তার এই স্বপ্নপূরণে সম্পূর্ণরূপে তার পাশে দাঁড়ায় তাঁর বাবা বরেনবাবু। সোনিয়া জোড়া সোনা জেতার পর রায়গঞ্জ জুড়ে উৎসবের মেজাজ। সবাই তাঁকে সংবর্ধনা দিতে চায়। কিন্তু সবটাই এশিয়ান গেমসের পর।

প্রথমে রায়গঞ্জে খেলা শুরু করেন সোনিয়া। এরপর ধীরে ধীরে নিজের উন্নতি করতে থাকেন। দেশ ছাড়িয়ে এখন বিদেশের মঞ্চে সোনিয়া মুখ উজ্জ্বল করছেন। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সোনিয়া। এবার তাঁর সামনের লক্ষ্য এশিয়ান গেমস ২০২৩। দেশের হয়ে সোনা আনতে পরিশ্রম করছেন সোনিয়া। অ্যাথলেটিক্স ন্যাশনাল খেলে সোনিয়া পুনেতে ন্যাশনাল অ্যাথলেটিক্স ক্যাম্পে যোগ দিয়েছেন। সামনে এশিয়ান গেমস। গেমসের টিকিট তিনি পেয়েছেন আগেই। পুনেতে গেমসের প্রস্তুতিতে ব্যস্ত। সোনিয়াকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

ক্রিকেট

ইতিহাসে আজকের দিনে

google-add

ব্যবসার খবর

google-add

রাজনীতি

google-add
google-add
google-add