Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

Onion Price :  পেঁয়াজের দাম কমাতে বড় ঘোষণা কেন্দ্রের !

Maitreyi Mukherjee | 13:33 PM, Fri Dec 08, 2023

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। গত কয়েক মাসে পেঁয়াজের দাম কমাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। তাতে কিছুটা হলেও দাম নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু, এখনও পর্যন্ত দাম পুরোপুরি স্বাভাবিক হয়নি। তার জেরে পেঁয়াজ কিনতে গিয়ে চোখে জল আসছে মধ্যবিত্তদের। তাই দাম নিয়ন্ত্রণে আনতে এবার রফতানি বন্ধ করে দিল মোদী সরকার। বৃহস্পতিবার রাতেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। যদি কোনও দেশে পেঁয়াজ রফতানি করতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমোদন মিললে তবেই হবে রফতানি। ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত এই নির্দেশিকা লাগু থাকবে।

বর্তমানে প্রায় সব বাজারেই পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চলতি বছরের অগাস্টে পেঁয়াজের দাম মাত্রা ছাড়িয়ে যাওয়ায় রফতানি শুল্ক বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ৩১ ডিসেম্বর পর্যন্ত সেই নির্দেশিকাই লাগু ছিল। দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে ও জোগান বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার বন্ধই করে দেওয়া হল রফতানি। তার জেরে দাম কিছুটা নাগালের মধ্যে আসবে বলেই অনুমান বিশেষজ্ঞদের। 


  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Politics

google-add
google-add