Friday, May 17, 2024

Logo
Loading...
google-add

রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-এর, EMI-এর পরিমাণ কি বাড়বে? 

Maitreyi Mukherjee | 12:56 PM, Fri Dec 08, 2023

এবারও বাড়ছে না পলিসি রেপো রেট। এই নিয়ে টানা পঞ্চমবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার সকালে স্বস্তির খবর দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। যার অর্থ, আপাতত রেপো রেটের হার ৬.৫ শতাংশই থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদ গুনতে হবে না গ্রাহকদের। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, আরবিআই-এর মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলস্বরূপ, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি হার ৬.২৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি হার এবং ব্যাঙ্ক রেট ৬.৭৫ এ রয়ে গিয়েছে।

আরবিআই-এর মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত ঘোষণা করে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, চলতি বছরের ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অনুমান করা হয়েছে ৭ শতাংশ - এর সাথে কোয়াটার থ্রি ৬.৫ শতাংশ এবং কোয়াটার ৪ ৬ শতাংশ। ২০২৪-২৫ সালের প্রথম প্রান্তিকের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির অনুমান করা হয়েছে ৬.৭ শতাংশ, কোয়াটার ২-এর জন্য ৬.৫ শতাংশ এবং ৩-এর জন্য ৬.৪ শতাংশ। ঝুঁকিগুলি সমানভাবে ভারসাম্যপূর্ণ।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Politics

google-add
google-add