Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

China Pneumonia : চিনের 'রহস্যময়' নিউমোনিয়া কি মহামারীর আকার নেবে? কী বলছে AIIMS

Maitreyi Mukherjee | 16:02 PM, Tue Nov 28, 2023

করোনার পর ফের একবার আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে। এবারও চিন থেকে শুরু হয়েছে নতুন রোগ। চিনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত লিয়াওনিং প্রদেশের শিশুদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে। শিশুদের ফুসফুস ফুলে যাওয়া, শ্বাসকষ্ট ও কাশির ঘটনা দ্রুত বাড়ছে। যা নিয়ে ভারত তথা গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি ফের একবার মহামারী আসছে বিশ্বে?

এ প্রসঙ্গে AIIMS-র তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের রোগ এবং নিউমোনিয়ার যে প্রকোপ দেখা গিয়েছে, সেখানে কোনও নতুন বা অন্য ধরনের ভাইরাস মেলেনি। তবে এটা করোনার মতো মহামারীর আকার ধারণ করবে কিনা তা নিয়ে নিশ্চিতভাবে এইমসের তরফে কিছু জানানো হয়নি।

চিনে বাড়তে থাকা নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতও। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। যদিও এনিয়ে উদ্বিগ্ন না হয়ে সতর্কতা অবলম্বনের পক্ষে সওয়াল করেছে এইমস। জানানো হয়েছে, কোনও শিশু ইনফ্লুয়েঞ্জায় সংক্রমিত হলে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া উচিত নয়। এছাড়া মাস্ক পরা, দূরত্ব মেনে চলা ও স্যানিটাইজার ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়েছে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Politics

google-add
google-add