Thursday, December 12, 2024

Logo
Loading...
google-add

Deepfake : ডিপফেক মোকাবিলায় তৎপর কেন্দ্র, ১০ দিনের মধ্যেই তৈরি হবে খসড়া আইন

Maitreyi Mukherjee | 16:32 PM, Thu Nov 23, 2023

ডিপফেক প্রযুক্তি নিয়ে এবার কড়া অবস্থান নিতে চলেছে কেন্দ্র। গুগল, ফেসবুকের পরিচালক সংস্থা মেটা-সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের কর্তারা। সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। এই প্রযুক্তি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের জন্য দশ দিন সময় নিচ্ছে কেন্দ্র। তত দিনে ডিপফেক প্রযুক্তি নিয়ে খসড়া আইন তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী। পরবর্তী বৈঠক ১ ডিসেম্বর।

এই প্রযুক্তির ব্যবহার রুখতে মূলত চারটি বিষয়ের উপর জোর দিতে চাইছে কেন্দ্র। সেগুলি হল চিহ্নিতকরণ, কী ভাবে সেটি ছড়িয়ে পড়া থেকে আটকানো যায়, কী ভাবে বিষয়টিকে নথিবদ্ধ করা যায় এবং সচেতনতা। বৈঠকের শেষে বৈষ্ণব বলেন, “ডিপফেক প্রযুক্তিকে কী ভাবে রোখা যায়, তার পথ সন্ধান করতে আমরা আজ থেকেই খসড়া বিধি তৈরি শুরু করছি। ১ ডিসেম্বর পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।”

উল্লেখ্য, ডিপফেক প্রযুক্তি নিয়ে তোলপাড় গোটা দেশ। কৃত্রিম মেধার সাহায্যে কারও শরীর তো কারও মুখ বদলে দেওয়া হচ্ছে। সেখানে বসানো হচ্ছে অন্য কারও শরীর বা মুখ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই সব ভিডিও। এই মুহূর্তে এই প্রযুক্তির শিকার হয়েছেন তিন বলি তারকা। ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মন্দনা ও কাজল। এই প্রযুক্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চনও। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তিনি।

এছাড়া সম্প্রতি ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, "আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তি অপব্যবহার না করেন।"

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

Law

Spiritual

google-add

Economics And Business

google-add
google-add

Politics

google-add
google-add