PM Narendra Modi: "তুলনা করা বন্ধ করুন", পরীক্ষা পে চর্চায় অভিভাবকদেরও পরামর্শ মোদীর
IAF Pilots killed in Air Crash: হায়দরাবাদে ভেঙে পড়ল আইএএফ প্রশিক্ষণ বিমান, মৃত ২ পাইলট- নেপথ্যে কী?
Mizoram Assembly Election 2023: বড় ব্যবধানে এগিয়ে জেডপিএম, ৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি
Michaung Updates: রবিবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গে কতটা তাণ্ডব ঘটাবে মিগজাউম?
Election Results 2023: ৩ রাজ্যে পদ্ম জোয়ার, কংগ্রেসের ভরাডুবিতে মেতেছে গেরুয়া শিবির
লোকসভা ভোটের আগে বিজেপির কাছে ধূলিস্যাৎ হওয়ার পথে কংগ্রেস। ট্রেন্ড অনুযায়ী ছত্তিসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে বিপুল জয়ের পথে বিজেপি। ৩ রাজ্যেই গেরুয়া আবির নিয়ে বিজোয়ৎসব পালন করতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। বছর ঘুরলেই রয়েছে লোকসভা ভোট। তার আগে অ্যাসিড টেস্ট ছিল এই নির্বাচন। ৩ রাজ্যে বিজেপি ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে। বিরাট কিছু অঘটন না ঘটলে জয় কার্যত নিশ্চিত বিজেপির। এরফলে 'ইন্ডি' জোটের ভবিষ্যতও প্রশ্ন চিহ্নের মুখে পড়ল। প্রতিবেদন লেখা পর্যন্ত রাজস্থানে বিজেপি এগিয়ে রয়েছে ১০৭ আসনে। মরুরাজ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭২ আসন। অন্যদিকে, মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে ১৪৮ আসনে, কংগ্রেস এগিয়ে ৭২ আসনে। ছত্তিসগড়ে বিজেপি এগিয়ে ৫০ আসনে, কংগ্রেস এগিয়ে ৪০ আসনে।
চলতি মাসেই শেষ হয়েছে রাজস্থান, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা ও মিজোরাম বিধানসভার নির্বাচন। সব রাজ্যেই ফল ঘোষণা হওয়ার কথা ছিল আজ ৩ ডিসেম্বর। কিন্তু মিজো নাগরিক সংগঠনের আর্জি মেনেই বদল হয়েছে ফল ঘোষণার দিন। সংগঠনের দাবি, মিজোরামের ৮৮ শতাংশ মানুষই খ্রিস্টান। রবিবার গির্জায় প্রার্থনা করতে যান তাঁরা। তাই এদিন ভোট গণনা হলে, সমস্যায় পড়বেন তাঁরা। মিজোরামের ১৫টি গির্জার যৌথ মঞ্চও এ ব্যাপারে আলাদা করে বার্তা দিয়েছিল কমিশনকে।
Trending Tag