Friday, May 17, 2024

Logo
Loading...
google-add

Netaji Subhash Chandra Bose Jayanti : নেতাজির সম্মান ফিরিয়েছেন মোদী ! সামনে আসুক সব ফাইল

Maitreyi Mukherjee | 15:46 PM, Tue Jan 23, 2024

কংগ্রেস তাঁকে প্রায় ভুলিয়ে দিয়েছিল। খাতায় কলমে তাঁর মৃত্যু নিশ্চিত করতে তৈরি হয়েছিল কমিশন অভিযোগ নেতাজী অনুরাগীদের। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নেতাজীকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলে শুধু মান্যতা দিয়েছেন এমনটা নয় নেতাজী সংক্রান্ত অনেক ফাইল জনসমক্ষে আনা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সৌজন্যে।

একশো বছর পার করে এখনও জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক নেতাজী। ১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেছিলেন ৪৬ বছর বয়সি বাঙালি সুভাষচন্দ্র বসু। তাঁর অন্তর্ধান ও মৃত্যু আজও দেশবাসীর কাছে রহস্য। যে রহস্য উন্মোচন হয়নি আন্তজার্তিক সম্পর্কের দোহাইয়ের খাতিরে। তবে মানুষের আবেগের তোয়াক্কা না করে কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে প্রতিবছর নেতাজীর মৃত্যু উল্লেখ করে টুইট করা হয়।

প্রসঙ্গত উনিশের ভোটের আগে কেন্দ্রীয় সরকারের সৌজন্যে ভারতজুড়ে পালিত হল সেই আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর। সেই উপলক্ষ্যে চিরাচরিত প্রথার বাইরে গিয়ে বছরে দ্বিতীয়বার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ইন্ডিয়া গেটে বসে নেতাজীর মুর্তি। ২০২১ সাল থেকে নেতাজির জন্মদিবসকে 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এখন অপেক্ষা নেতাজী সংক্রান্ত সমস্ত ফাইল জনসমক্ষে আসার এবং বাস্তবে নেতাজীর সঙ্গে কী হয়েছিল তা জানার। দেশবাসীর আশা সঠিক সময়ে তা করার সাহস রয়েছে একমাত্র নরেন্দ্র মোদীর।

google-add
google-add
google-add

top middle news

DRISTIKONE

google-add

INTERNATIONAL

google-add
google-add

BLOG

google-add
google-add