Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

Saraswati Puja : সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তেজনা, মূর্তি ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

Maitreyi Mukherjee | 17:01 PM, Wed Feb 14, 2024

বিদ্যার দেবী সরস্বতীর মূর্তি (Saraswati Puja) ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। পুজো করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির (BJP) বিবাদ। তা থেকে বচসা ও হাতাহাতি। দলাদলি থেকে রেহাই পেল না মাতৃপ্রতিমা। সরস্বতী প্রতিমার হাত ও দেবী বাহনের গলা মটকে দেওয়ার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের একাংশের।


জানা গিয়েছে, মালদার হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের শীর্ষি এলাকার এই ঘটনা। তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে পুলিশ এ ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযোগ গ্রামবাসীদের। মারধরের ঘটনায় ১১ জন আহত হয়েছে। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।



গ্রামবাসীদের পক্ষ থেকে হবিবপুর থানা ও জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এলাকা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরস্বতী পুজো হয়ে আসছে একটি জমিতে। স্থানীয় তৃণমূল কর্মী দেব মণ্ডল বুধবার হঠাৎ দাবি করে বসে ওই জমিটি তার। এবং পুজো বন্ধ করে দিতে হবে। গ্রামবাসীরা পুজো শেষে মিমাংসা করার কথা বললে বাধ সাধে ওই তৃণমূল নেতা। দল নিয়ে এসে চড়াও হয় পুজো করতে থাকা ভক্তদের উপর। আর এই পরেই শুরু হয় তীব্র বিবাদ। হবিবপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশের বিরুদ্ধে তৃণমূলকে সমর্থন করে মারধরের অভিযোগ করে গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সভাপতি উজ্জ্বল দত্ত। বিজেপি রাজ্য জুড়ে মিথ্যা প্ররোচনা দিয়ে বেড়াচ্ছে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর।



অন্যদিকে, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবছর দুটি পুজো হচ্ছে। TMCP এবং ABVP দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। TMCP কলেজ ক্যাম্পাসের মধ্যে এবং ABVP কলেজের গেটের সামনে সরস্বতী পুজোর আয়োজন করেছে। ABVP-র অভিযোগ তাদের পুজো মণ্ডপের সামনে তাদের দলীয় পতাকা লাগানো ছিল। TMCP-র ছেলেরা তাদের লাগানো ABVP-র পতাকা খুলে দিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে TMCP। টিএমসিপি-র পক্ষ থেকে দাবি করা হচ্ছে ABVP র ছেলেরা ইচ্ছে করে সরস্বতী পুজোয় গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষই। উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম সীতার আনন্দ কলেজ চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশ।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

DRISTIKONE

JUST IN

google-add

VIDEO

google-add
google-add

BLOG

google-add
google-add