Sunday, September 15, 2024

Logo
Loading...
google-add

ভোপাল গ্যাস বিপর্যয়ের বার্ষিকীতে মৃতদের শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

Maitreyi Mukherjee | 15:43 PM, Sun Dec 03, 2023

ভোপাল গ্যাস বিপর্যয়ের বার্ষিকীতে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২ ডিসেম্বর ভোপাল গ্যাস বিপর্যয়ের ৩৯তম বার্ষিকী। সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার এই বিপর্যয়ের বার্ষিকীতে অকালে প্রাণ হারিয়েছেন এমন মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী চৌহান সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

তিনি শ্রদ্ধা বার্তায় লিখেছেন," ভোপাল গ্যাস বিপর্যয় আমাদের কাছ থেকে অনেক মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। এই ভয়ঙ্কর ঘটনায় যারা অকালে প্রাণ হারিয়েছেন তাদের সবাইকে আমি আমার অশ্রুসিক্ত শ্রদ্ধা জানাই।ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, এমন অন্ধকার রাতের পুনরাবৃত্তি যেন আর না হয় এবং সমাজকে যেন কখনও এমন ভয়াবহ বিপর্যয়েক সম্মুখীন হতে না হয়"।

রবিবার ভোপাল গ্যাস বিপর্যয়ের বার্ষিকী উপলক্ষ্যে ভোপালের করোন্দে ভোপাল মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে (বিএমএইচআরসি) একটি সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছিল। নির্বাচনের ফলাফল গণনার দিনে ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও এই সর্বধর্ম সভায় যান এবং গ্যাস বিপর্যয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, " আজও বিপর্যয়ের সেই রাতের কথা মনে পড়লে আমরা কেঁপে উঠি। বিষাক্ত গ্যাসে আমাদের হাজার হাজার ভাই-বোন ও শিশু প্রাণ হারিয়েছে। ভোপালের সেই দৃশ্য ভোলা যায় না। আমি সেই সকল ভাই ও বোনদের পায়ে আমার শ্রদ্ধা জানাতে চাই। সেই ভয়াবহ দুর্ঘটনায় অনেকের মূল্যবান জীবন কেড়ে নিয়েছে"।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

top middle news

DRISTIKONE

google-add

VIDEO

google-add
google-add

BLOG

google-add
google-add