Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

Nolen Gur : দুশ্চিন্তার ভাঁজ খেজুর গুড় প্রস্তুতকারকদের কপালে !

Maitreyi Mukherjee | 16:26 PM, Fri Dec 08, 2023

শীতকাল মানেই নলেন গুড়ের সন্দেশ, খেজুর গুড়ের রসগোল্লা, পাটালি, খেজুর গুড় দিয়ে তৈরি পায়েস। নলেন গুড় ছাড়া বাঙালির শীতকাল বড়ই ফিকে। আর শীত পড়ার সঙ্গে সঙ্গেই খেজুরের গুড়ের হদিশ শুরু করে দেয় ভোজনরসিক বাঙালি। 

শীত পড়তে না পড়তেই অন্যান্য বারের মত এবারও স্থানীয়দের খেজুর গুড় খাওয়ার ইচ্ছে পূরণ করতে নদিয়ার বিভিন্ন এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিভিন্ন গ্রামে এসে হাজির খেজুর গুড় প্রস্তুতকারক তথা ব্যবসায়ীরা। শতাধিক খেজুর গাছ ‘লিজ’ নিয়ে সেগুলি থেকে খেজুর রস সংগ্রহ এবং গুড় ও পাটালি তৈরি করতে শুরুও করে দিয়েছে। ধীরে ধীরে খদ্দেরদের আগমন শুরু হয়েছে।

বিপত্তি এখানেই! খেজুর গুড়ের স্বাদ ও গন্ধ পেতে গেলে দরকার পর্যাপ্ত ঠান্ডা। দুয়ারে ঠান্ডা অপেক্ষা করলেও এখনও সাড়া জাগিয়ে চৌকাঠ অতিক্রম করে ঘরে প্রবেশ করেনি। ফলে সংগৃহীত খেজুর রসের পরিমাণ যেমন কম হচ্ছে তেমনি তার গুণমান কম। উৎপন্ন খেজুর গুড় ও পাটালির মধ্যে চির পরিচিত স্বাদ পাওয়া যাচ্ছে না। তুলনামূলকভাবে খদ্দেরদের সংখ্যা। ক্ষতির আতঙ্ক গ্রাস করছে খেজুর গুড় উৎপাদকদের। কপালে তাদের চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। 

নদিয়া থেকে আগত অন্যতম খেজুর গুড় উৎপাদক নূর হোসেন শেখ বলেন, "আমি এখানে ১৪-১৫ বছর ধরে আসছি। ঠান্ডা সেভাবে না পড়ার জন্য রসের পরিমাণ যেমন কম হচ্ছে তেমনই উৎপন্ন খেজুর গুড়ের মধ্যে সেভাবে স্বাদ পাওয়া যাচ্ছে না। ফলে খদ্দেরদের সন্তুষ্ট করতে পারছি না। ভালো ঠান্ডা পড়লে তবেই গুড়ের স্বাদ বদলাবে।" তাই এখন ঠান্ডা পড়ার অপেক্ষায় রয়েছেন নূর সহ অসংখ্য খাদ্যরসিক বাঙালি।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

top middle news

DRISTIKONE

google-add

VIDEO

google-add
google-add

BLOG

google-add
google-add