Thursday, November 21, 2024

Logo
Loading...
google-add

Rahul Gandhi Controversy : কুকুরের না খাওয়া বিস্কুট তুলে দলীয় কর্মীকে দিয়ে বিতর্কে রাহুল !

Maitreyi Mukherjee | 16:53 PM, Wed Feb 07, 2024

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ভারত জোড়ো ন্যায় যাত্রাকে (Bharat Jodo Nyan Yatra) কেন্দ্র করে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। এবার একটি কুকুরকে নিয়ে বিতর্কে জড়ালেন রাহুল। কুকুরের না খাওয়া বিস্কুট এক কংগ্রেস কর্মীকে দিয়েছিলেন তিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে রাহুলকে একটি লাল গাড়ির উপর বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর হাতে রয়েছে একটি বিস্কুটের প্যাকেট। গাড়ির উপরে তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। প্যাকেট থেকে বিস্কুট নিয়ে তা কুকুরটিকে খেতে দেন তিনি। কিন্তু, কুকুরটি সেই বিস্কুট খায়নি। এরপর সেই বিস্কুট তিনি তুলে দেন পাশে থাকা এক কর্মীর হাতে। সেই কর্মীর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। এমনকী, কর্মীর সঙ্গে করমর্দনও করেন তিনি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল আওয়ার।



এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেখানে তিনি লেখেন, "কোনও দলের সভাপতি এবং যুবরাজ যদি তাঁর দলের কর্মীদের কুকুর ভেবে সেই রকম আচরণ করেন, তবে সেই দলের বিলুপ্ত হওয়াই স্বাভাবিক।"

অমিত মালব্যর পোস্ট করা এই ভিডিও নিয়ে আসরে নামে বিজেপি। এমনকী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। পুরোনো ঘটনাও টেনে এনেছেন তিনি। যা বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। হিমন্ত লেখেন, "এক সময় রাহুল গান্ধী তাঁর পোষা কুকুর পিডি-র প্লেটে আমাকে বিস্কুট খেতে জোর করেছিলেন। শুধু রাহুল গান্ধী নন, তাঁর পরিবারের কেউই আমাকে সেই বিস্কুট খাওয়াতে পারেননি।" এমনকী, এই ঘটনার জন্য কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন হিমন্ত।

‘বিতর্কিত’ ওই ভিডিও নিয়ে মুখ খোলেন খোদ রাহুল। তিনি বলেন, "কুকুরটি বিস্কুট খেতে না চাওয়ায়, তার মালিকের হাতে দিয়েছিলাম। তারপর কুকুরটি মালিকের হাত থেকে বিস্কুট খায়। আমি কুকুর এবং তার মালিককে নিজেই ডেকেছিলাম। কিন্তু, কুকুরটি ঘাবড়ে গিয়েছিল, রীতিমতো কাঁপছিল। যখন আমি তাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলাম, তখন কুকুরটি আরও ভয় পেয়ে গেল। তাই আমি কুকুরের মালিককে সেই বিস্কুট দিয়েছিলাম এবং কুকুরটি তাঁর হাত থেকেই খেয়েছিল। আমি বুঝতে পারছি না এতে সমস্যাটা কোথায়?"


google-add
google-add
google-add

this day in the story

google-add

STATES NEWS

google-add

LAW

google-add
google-add
google-add