Sunday, September 15, 2024

Logo
Loading...
google-add

Malda Death: মালদায় টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

Barsha Chatterjee | 15:09 PM, Tue Jan 16, 2024

ফের মালদায় এক টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মালদা জেলার ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনী এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত টোটো চালকের নাম সঞ্জয় চৌহান, বয়স ২২ বছর। পরিবারে রয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা চৌহান ও এক মেয়ে। বাড়ি বালুরঘাটের কাদিরপুর বটতলা এলাকায় হলেও কর্মসূত্রে মালদা জেলার নেতাজি কলোনি এলাকাতেই পরিবার নিয়ে থাকতেন সঞ্জয়।

অন্যান্য দিনের মতো গতকালও টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথেই তিনি আক্রান্ত হন বলে জানা যায়। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করে। পরিবারের অভিযোগ, ওই টোটো চালককে বেধড়ক মারধর করে গলায় ও সারা শরীরে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে হামলাকারীরা। এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে।

  • Trending Tag

  • No Trending Add This News
google-add
google-add
google-add

top middle news

DRISTIKONE

google-add

INTERNATIONAL

google-add
google-add

POLITICS

google-add
google-add